প্রশাসনিক ব্যবস্থা পুনর্বিন্যাস ও চাকুরীর কাঠামো পুনর্গঠনের জন্য গঠিত ‘‘এনাম কমিটি’’ এর সুপারিশ অনুযায়ী সরকারী বিজ্ঞপ্তি নং-সেক-১২ (বি) ৩১/৮৩/৩১২ তারিখঃ- ২৪/৫/৮৩ ইং মূলে রাঙ্গামাটি অঞ্চলের সৃষ্টি হয় এবং ১ আগষ্ট ১৯৮৩ ইং তারিখে রাঙ্গামাটি অঞ্চলের প্রথম কার্যক্রম শুরু হয় । এই সার্কেলের আওতাধীন মোট ৬ টি বন বিভাগ রহিয়াছে। বন বিভাগ সমূহের নাম যথাক্রমে (১) খাগড়াছড়ি বন বিভাগ। (2) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ (৩) পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাই (4) ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ (5) অশ্রেণীভূক্ত বনাঞ্চল বনীকরন বিভাগ এবং ক (6) পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। রঙ্গামাটি সার্কেলে ৬,৮৭,৩২০.৪৪ একর সংরক্ষিত বন এবং ৪৬,০২৪.৫৫ একর প্রস্তাবিত সংরক্ষিত বন ও ৪,২০২.৭৬ একর হস্তান্তরিত অশ্রেণীভূক্ত বনসহ সর্বমোট ৭,৩৭,৫৪৭.৭৫ একর বনভূমি রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস